দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে হতে পারে যে মারাত্মক বিপদ

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে হতে পারে যে মারাত্মক বিপদ
প্রস্রাব শারিরীক সুস্থতার ইঙ্গিত দেয়। প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর নানা বর্জ্য বেরিয়ে যায়। তবে আলস্যের কারণে বিশেষ করে শীতের মৌসুমে প্রস্রাব চেপে রাখলে হতে পারে মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞদের মতে কেউ যদি ১০-১৫ মিনিট প্রস্রাব চেপে রাখে তবে তা খুব বেশি শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারে না৷ কিন্তু ঘন্টার পর ঘন্টা প্রস্রাব চেপে রাখলে দেখা দিতে পারে ভয়াবহ সমস্যা। প্রস্রাব পাওয়ার সাথে সাথেই টয়লেট করে ফেলা শ্রেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। পানি পান করার পর শারীরিক প্রয়োজন রেখে বাকিটা কিডনিতে জমা হয়। এরপর শরীরের অন্যান্য ক্ষতিকর উপাদানের সাথে মিশে তা পানি ব্লাডারে জমা হয়। ব্লাডার পূর্ণ হলেই ব্রেণে সিগন্যাল দেয় প্রস্রাব করার জন্য। প্রস্রাব বেশিক্ষণ চেপে রাখলে ব্লাডারের উপর চাপ পড়ে। যার থেকে ব্লাডারে নানা রকম অসুখ দেখা দেয়। এছাড়া তলপেট ব্যাথা, ইউরিনে গন্ধ, ইউরিনে জ্বালা পোড়ার মত সমস্যা দেখা দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow