ডাটা এন্ট্রি করার মাধ্যমেই করে ফেলুন ক্যারিয়ারের স্বপ্ন জয়||ডাটা এন্ট্রির ব্যাসিক টু এডভান্স শিখুন!

ডাটা এন্ট্রি করার মাধ্যমেই করে ফেলুন ক্যারিয়ারের স্বপ্ন জয়||ডাটা এন্ট্রির ব্যাসিক টু এডভান্স শিখুন!

ডাটা এন্ট্রি করার মাধ্যমেই করে ফেলুন ক্যারিয়ারের স্বপ্ন জয়||ডাটা এন্ট্রির ব্যাসিক টু এডভান্স শিখুন!

ডাটা এন্ট্রি করার মাধ্যমেই করে ফেলুন ক্যারিয়ারের স্বপ্ন জয়

ফ্রিল্যান্সিং এর অন্যতম একটি বড় মার্কেটপ্লেস হচ্ছে ডাটা এন্ট্রি। অনেকেরই ডাটা এন্ট্রির ব্যাপারে জানার একটি বিশেষ আগ্রহ রয়েছে। তাদের জন্যই মূলত আজকের এই সম্পূর্ণ লেখাটি। আজকের আমরা বিস্তারিত আলোচনা করবো ডাটা এন্ট্রি জিনিসটি মূলত কীা ? কেন করবেন ? কীভাবে করবেন ? তা নিয়ে। ডাটা এন্ট্রি করার জব কোথায় পাওয়া যায় সেটিরও একটি পূর্ণাঙ্গ আলোচনা থাকবে এখানে।

প্রোমগ্রামিং এর চোদ্দগুষ্টি PDF Download করুন

১.ডাটা এন্ট্রি কী ?

ডাটা এন্ট্রি হচ্ছে মূলত কম্পিউটারের সাহায্যে একধরণের নির্দিষ্ট পরিমাণ ডাটা বা তথ্য একস্থান থেকে অন্য একটি স্থানে কপি করে রাখার মাধ্যমে এন্ট্রি করা। যেমন: ডাটা এনট্রি হতে পারে হাতে লিখা কোনো কিছু কম্পিউটারের মাধ্যমে টাইপের মাধ্যমে সংরক্ষণ কিংবা কোনো ডাটাকে স্প্রেডশীট ফাইলের মাধ্যমে সংরক্ষণ করে রাখা। তাহলে আমার মনে হচ্ছে আমি বুঝাতে পেরেছি যে ডাটা এন্ট্রি মূলত কি? সহজ ভাষায় ডাটা এন্ট্রি হচ্ছে ডাটা বা তথ্যকে পুরাতন রুপ থেকে নতুন রুপে পরিবর্তন করা এবং সুন্দরভাবে উপস্থাপন করা। ডাউনলোড করুন ফ্রিল্যান্সিং এর সকল বই

২. ডাটা এন্ট্রির প্রয়োজনীয়তা কি?

কম্পিউটারের ব্যবহারের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডাটা এন্ট্রি শব্দটির বিস্তার ঘটেছে। আমরা সকলেই এ ব্যাপারে অবহিত যে বর্তমান সময়ের মতো তথ্য প্রযুক্তির এরকম ব্যাপক উন্নয়নের সময়ে তথ্য বা ডাটার প্রবাহ বেড়েই চলেছে। তথ্যকে একজন থেকে অন্যজনের কাছে আদান প্রদান করা এবং কে কার থেকে বেশী সুন্দর ও সুবিন্যস্তভাবে তথ্য বা ডাটা উপস্থাপন করতে পারে তার প্রতিযোগিতা দিনকে দিন বাড়ছে। সেকারণেই বর্তমান সময়ে একজন দক্ষ ডাটা এন্ট্রি করতে পারা অপারেটরের চাহিদা ব্যাপক। সবচেয়ে বেশী অবাক করার মতো বিষয় হলো, ডাটা এন্ট্রি মূলক কাজগুলো একজন মানুষের একার পক্ষেই করে ফেলা সম্ভব। কিন্তু চাইলে ডাটা এন্ট্রির কাজ আপনি দলগতভাবেও করতে পারেন। ডাটা এন্ট্রি করার জন্য বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন পরে না। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে অল্প কিছু জ্ঞান থাকলেই এই কাজ করে ফেলা যায়। বর্তমানে কোরোনার এই মহা প্রকোপের সময় ঘরে বসে যদি সহজেই আপনি টাকা ইনকাম করতে চান তবে ডাটা এন্ট্রিই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ কাজ। এই কাজ একদিকে যেমন সহজ তেমনি এর বিনিময়ে প্রচুর অর্থও পাওয়া যায়।

৩. কোথায় পেতে পারেন ডাটা এন্ট্রির কাজ?

আপনি যদি ডাটা এন্ট্রির কাজে অনেক বেশী আগ্রহী হয়ে থাকেন, তবে ডাটা এন্ট্রির কাজগুলো আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন। এসব কাজগুলোকে সংগ্রহ করার জন্য আপনাকে যেতে হবে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলোতে। ফ্রিল্যান্সার ডট কম, ওডেস্ক এবং ইল্যান্স এর মতো বেশ কিছু মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি খুব সহজেই আপনার কাজ পেতে পারেন। এসব ওয়েবসাইটে আপনি বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানকার কাজগুলো কয়েকশ ডলার থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত। নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে চাইলে এর থেকে ভালো মার্কেটপ্লেস আর নেই।
৪. ডাটা এন্ট্রির কাজ করার জন্য যেসব যোগ্যতার বিশেষ প্রয়োজনঃ
ফ্রিল্যাংন্সির অন্যান্য কাজগুলোর মতোও ডাটা এন্ট্রির কাজগুলো করা এতটাও কঠিন নয়। তাই আপনি যদি ডাটা এন্ট্রি করতে তবে এটি খুব একটা কঠিন নয় এবং এর জন্য আপনাকে কোনোরকম অধিক যোগ্যতাসম্পন্ন হতে হবে না। তবে আপনার যদি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন হয়ে থাকেন তবে এটি আপনার জন্য অত্যন্ত ভালো একটি খবর। চলুন জেনে নেওয়া যাক ডাটা এন্ট্রির কাজ এর জন্য আপনাকে কি কি জানতে হবে। কোনো তথ্য ইন্টারনেটে সার্চ দিয়ে বের করতে পারার নূন্যতম যোগ্যতা থাকতে হবে। অন্যান্য কান্ট্রির বায়ারের চাহিদা বোঝার জন্য নূন্যতম ইংরেজি জ্ঞান। দ্রুত টাইপ করতে পারার দক্ষতা। বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ফোরাম ইত্যাদি সম্পর্কে অল্প কিছু ধারণা। মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা।
৫. ডাটা এন্ট্রির প্রকারভেদঃ
ডাটা এন্ট্রির করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে যে ডাটা এন্ট্রির কাজগুলো কত প্রকার । তার একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাকে রাখতে হবে। যথাঃ ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট বিষয়ের উপর আর্টিকেল লেখা। বিভিন্ন ওয়েবসাইট ছবি, পিডিএফ, ফাইল ইত্যাদি জিনিস আপলোড দেওয়া। ★দুটি ওয়েবসাইটের মাঝে লিংক Exchange করা। ★বিভিন্ন তথ্য XL একটি ফাইলের মাধ্যমে সংরক্ষণ করা। ★বিভিন্ন লেখার হুবুহু কপি ওয়ার্ডে সংরক্ষণ করা। ★একটি ওয়েবসাইটের পণ্য বিক্রয়ের কাজে সাহায্য করা। ★ই-কমার্স ওয়েবসাইটগুলোতে ★প্রোডাক্টের ছবি বিস্তারিত পণ্য ইত্যাদি ★সম্পর্কে বিস্তারিত বর্ণনা আপলোড দেওয়া। ★অপটিক্যাল কারেক্টার রিকগনিশন এর সাহায্য নিয়ে লেখার ভিতরের ভুলগুলো সংশোধন করে দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow