গরিলা গ্লাস কি ও কেনো

গরিলা গ্লাস কি ও কেনো,গরিলা গ্লাস কি, গরিলা গ্লাস এর

গরিলা গ্লাস কি ও কেনো

গরিলা গ্লাস কী?
গরিলা গ্লাস হচ্ছে করনিং ইনকর্পোরেটেড নামক একটি মার্কিন প্রতিষ্ঠানের ট্রেডমার্ককৃত ও প্রস্তুতকৃত বিশেষ এক ধরনের গ্লাস।


গরিলা গ্লাস সর্বপ্রথম ২০০৮ সালে তৈরি হয়। অতঃপর ১২, ১৩ এবংং ১৪ সালে প্রযুক্তিটিকে বিভিন্নভাবে আপডেট করানো হয়। ২০১৬ সালে ফিফথ জেনারেশন গরিলা গ্লাস বের হয়েছে। ২০১৮ সালে উদ্ভাবিত গরিলা গ্লাস ৬।


প্রথম পর্যায়ে গ্লাসটি তৈরি করার পর এটিকে ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সল্ট বাথ এ রাখা হয় এই তাপমাত্রায় আয়ন এক্সচেঞ্জ নামক রাসায়নিক প্রক্রিয়ায় লবণের বড় বড় পটাশিয়াম আয়ন গ্লাসের মধ্যে প্রবেশ করে। এর ফলে গ্লাসের ঘনত্ব আগের তুলনায় বেড়ে যায় এবং এই অধিক ঘনত্বের কারণেই গরিলা গ্লাস সেই পরিমাণ ডিউরেবিলিটি প্রদান করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow