ই-সিম (এম্বেডেড সিম) কি?? বাংলাদেশের চালু হলো ই-সিম

ই-সিম (এম্বেডেড সিম) কি?? বাংলাদেশের চালু হলো ই-সিম

সবেমাত্র আমাদের দেশে ই-সিম সেবা চালু হয়েছে। আজকে গ্রামীণফোন সর্বপ্রথম আমাদের দেশে এই সার্ভিস চালু করে। ই-সিম হল এমন একটা প্রযুক্তি যেটা খুবই ছোট হয় এবং এটা আপনার ডিভাইস এর ভেতরে হার্ডওয়ার এর সাথে কানেক্টেড থাকে। আমরা কোনো কোম্পানি এর মোবাইল নম্বর ব্যবহার করতে গেলে সেই কোম্পানি এর সিম ব্যবহার করতে হয়। অন্যথায় আমরা ওই নাম্বারটা ইউজ করতে পারি না। যার ফলে একজন ব্যক্তি যদি একাধিক নাম্বার ইউজ করেন সেক্ষেত্রে তার বারবার সিম খুলে চেঞ্জ করতে হয়। এই ঝামেলাটি দূর করার জন্য প্রযুক্তিবিদরা এবং ইঞ্জিনিয়াররা ই-সিম নামক প্রযুক্তির আবিষ্কার করেছেন। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো আপনাকে একটা ইউজারনেম ও পাসওয়ার্ড বা কিউ-আর কোড দিবে যেটার মাধ্যমে আপনি খুব সহজে কোন সিম চেঞ্জ ছাড়াই আপনার নম্বর যেকোনো সময় চেঞ্জ করতে পারবেন। মানে যখন যে নাম্বারটা চালাতে মনে চাইবে, তখন সেই নাম্বারটার ইউজারনেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে চালাতে পারবেন। এতে করে মোবাইলটা বার বার খোলা লাগছেনা। তবে এটার অনেক বেনিফিট থাকলেও কিছু ঝামেলা রয়েছে। যেমন বর্তমানে আপনারা জানেন সাইবার অ্যাটাক গুলো খুব বেশি হচ্ছে। যার কারণে কেউ যদি আপনার লগইন সিস্টেমটি হ্যাক করে ফেলে তাহলে আপনার সিম যে কেউ ইউজ করতে পারবে। যার ফলে একজনের প্রাইভেসি এর অনেক ক্ষতি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow