অল্প অল্প জ্বর কেন হয়?

অল্প অল্প জ্বর কেন হয়?
জ্বর বেশ স্বাভাবিক একটি রোগ। তবে এই জ্বরের রয়েছে নানা রকম প্রকার। কারো আসে কাপুনি দিয়ে জ্বর, কারো আবার ছেড়ে ছেড়ে জ্বর, আবার কারো অনেক বেশি জ্বর না হলেও হালকা জ্বর জ্বর অনুভুত হয়। যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে, জ্বর নিজে বড় কোন রোগ না হলেও অনেক বড় রোগের লক্ষণ প্রকাশ পায় এই জ্বরের মাধ্যমে। সুস্থ একজন মানুষের শরীরের তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট। শরীরে তাপমাত্র ৯৯ থেকে ১০০ এর মধ্যে থাকলে নিম্নোক্ত রোগের লক্ষণ প্রকাশ পায়। যেমন যক্ষা, কালাজ্বর, লিম্ফোমা। আবার ইনফেকশন জাতীয় যেমন ফুসফুসে ফোড়া, লিভারে ফোড়া, কানেকটিভ টিস্যু রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই। ওষুধজনিত জ্বর- এছাড়া হতে পারে ফুসফুসে ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার। বিকালের দিকে কিংবা রাতের দিকে জ্বর হলে এর সাথে কাশি হলে, কাশির সাথে রক্ত গেলে এবং শরীরের ওজন কমে গেলে ধরে নিতে হবে যক্ষা রোগের লক্ষণ সেটি। অল্প জ্বরের সাথে ডান দিকে উপরের পেট ব্যাথা, মাঝে মধ্যে পাতলা পায়খানা, পরীক্ষা করে জন্ডিস ধরা পড়লে বুঝে নিতে হবে লিভারে ফোড়া হয়েছে আপনার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow