নিজের স্মার্টফোনে দ্রুত চার্জ করতে কে না চায়… কিছু টিপস অনুসরণ করলে নতুন কোন প্রযুক্তির সাহায্য ছাড়াই আপনি পারবেন খুব সহজেই এবং দ্রুত সময়ে স্মার্টফোনের ফুল চার্জ করে নিতে। কিছু ছোট বিষয় মাথায় রাখলে আপনি চাইলেই আপনার স্মার্টফোনের চার্জিং স্পিড বাড়িয়ে নিতে পারবেন।
এক, স্মার্টফোন চার্জে দেয়ার সময় ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য এই ধরনের পরিসেবাগুলো বন্ধ রাখুন। কেননা এগুলো ব্যাটারি খরচ বাড়ায়। তাই এগুলো বন্ধ করেই ফোন চার্জে বসান।
দুই, সর্বদা অরিজিনাল ক্যাবল দিয়েই ফোন চার্জ দিন। অন্যান্য ডিভাইসের ক্যাবল ব্যবহারের কারণে আপনার ফোনের ব্যাটারি ক্ষতি হতে পারে এবং চার্জিং স্পিড কমে যাবে।
তিন,আপনার স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রয়েছে৷ সেগুলো আপনি না চালালেও কন্টিনিউ চলতে থাকে। তাই চার্জে দেয়ার সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপ যতটা সম্ভব বন্ধ রাখুন।