অপ্রতিরোধ্য 'দাশারা'! মোস্ট ব্রুটাল ফিল্ম অফ ন্যানি।

তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লা খনি সংলগ্ন এলাকা সিনেমার প্লট করা, সভ্যতার এই যুগেও যেখানে আলো খুব একটা পৌছায় নি।

অপ্রতিরোধ্য 'দাশারা'! মোস্ট ব্রুটাল ফিল্ম অফ ন্যানি।

তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লা খনি সংলগ্ন এলাকা সিনেমার প্লট করা, সভ্যতার এই যুগেও যেখানে আলো খুব একটা পৌছায় নি। ট্রেলারে প্রচুর ভায়োলেন্স দেখে এটাকে ধুন্ধুমার একশন মুভি বললে ভুল হবে। কেননা, প্রেম আর নারীত্বের প্রতি কামনাই এই সিনেমার টার্নার। এলাকায় মদপান এখানে কোন বিলাসিতা না, প্রয়োজন। আবার নারীরা এখানে ভোটারও না, তাদের দিন কাটে মদ খেয়ে পড়ে থাকা পুরুষদের জন্য। ধরণী, সুরি আর ভেনেলা তিন বন্ধু। ধরণী ছোট থেকে ভেনেলাকে ভালবাসলেও বন্ধু সুরির জন্য সেটা মনের কষ্টে চেপে রাখে। তবে পরিস্থিতি বদলে যায় এলাকার মোড়লের ছেলে নাম্বির ভিলেজ পলিটিক্সে।

নানিকে কেন 'ন্যাচারাল স্টার' বলে সেটা বারবার চরিত্রে ঢুকে গিয়ে সেটা দেখিয়েছে। এই গল্পে নানি মেইন হিরো হলেও কীর্তি সুরেশ ও বন্ধু সুরির ভূমিকায় দীক্ষিত, এমনকি নাম্বি চরিত্রকে এমনভাবে বিল্ড আপ দিয়েছে নানি সেখানে ওভারশেডো করতে পারে নি। 'দশরা'র উৎসব বারবার গল্পে ভাইটাল পয়েন্ট হয়েছে ক্লাইম্যাক্সের মত। তারপরও গল্পের কম গভীরতা ও অত্যাধিক মাতাল ধরণীর চরিত্র এটাকে এভারেজ বলতে বাধ্য করছে। 

প্রথম সিনেমা হিসাবে শ্রীকান্ত ওডেলা বেশ ভাল। নারীত্বের অধিকার নিয়ে পয়েন্টটা খুব সুন্দর তুলে এনেছেন তবে এন্টিরোলকে আরো সাপোর্টিং দেয়া দরকার ছিল। কিছু ব্যাপার খুবই ইলজিক্যাল। সবচেয়ে ভাল ছিল সন্তোষের মিউজিক। 

Rating 6.5/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow